জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের ৪ নেতাকর্মীর মর্মান্তিক মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৪, ৪:২৯:০৯ অপরাহ্ন
অনলঅইন ডেস্ক : সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের ৪ নেতাকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার নিজপাট গ্রামের রনদীপ পালের ছেলে নেহাল পাল (২৬), একই গ্রামের হারুনুর রশিদের ছেলে আলী হাসান সুমন (২৫), পানিহারাহাটি গ্রামের আরজ মিয়ার ছেলে মেহেদী হাসান তমাল (২৫) ও কমলাবাড়ি গ্রামের জামাল উদ্দিনের ছেলে জুবায়ের আহসান (২৫)। নিহত চারজনই উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জৈন্তাপুর থানা এলাকায় ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা প্রাইভেটকারে থাকা যাত্রীদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ৪ জনকে মৃত ঘোষণা করেন।
সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বলেন, ‘জৈন্তাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের ৪ নেতাকর্মী নিহত হয়েছেন। তাদের মরদেহ ওসমানী হাসপাতালে রয়েছে।’
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম (পিপিএম) বলেন, ‘জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। নিহতদের লাশ সিলেট ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।’
দুর্ঘটনাস্থল হাইওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় তারা এ বিষয়টি দেখভাল করছেন বলেও জানান তিনি।
এদিকে ছাত্রলীগ কর্মীদের এই মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গভীর রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং জেলা ও মহানগর ছাত্রলীগের শতশত নেতাকর্মী। এ সময় গোটা এলাকায় হাসপাতাল কান্না ও শোকার্ত পরিবেশ বিরাজ করে।