উইমেন্স হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৪, ৫:২৭:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
অভিযোগে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে কাজিটুলার বাসিন্দা গফুর মিয়াকে (৬০) অসুস্থ অবস্থায় উইমেন্স মেডিকেলে নিয়ে আসেন তার স্বজনরা। হাসপাতালের ইমারজেন্সি বিভাগ থেকে আইসিইউতে নেয়ার পর মারা যান তিনি। এ ঘটনার পর স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হলে তারা হাসপাতাল থেকে চলে যান। রাত দেড়টার দিকে গফুর মিয়ার ছেলে ও তার স্বজনরা চিকিৎসা না পেয়ে গফুর মিয়া মারা যাওয়ার অভিযোগ এনে হাসপাতালে এসে ব্যাপক ভাঙচুর করে।
এ ব্যাপারে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. তাহফিম আহমদ রিফাত জানান, “রোগীর অবস্থা খারাপ থাকায় কর্তব্যরত ডাক্তার স্বজনদের অনুমতি নিয়ে আইসিইউতে নিয়ে যান। পরে সেখানে মারা যান তিনি। ওই রোগীকে চিকিৎসা প্রদানে কোন রকম ত্রুটি ছিল না বলেও জানান তিনি।
এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন সিপন জানান, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ পান নি বলেও জানান ওসি।