ওসমানীনগরে জেলের জালে ৩০ কেজি ওজনের বাঘাইড়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৪, ১:২৩:৫৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের ওসমানীনগরে জেলের জালে ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে। শুক্রবার রাতে উপজেলার ব্যবসা প্রাণকেন্দ্র গোলাবাজারে বিক্রির জন্য মাছটি তুলেছিলেন এক মৎস্য ব্যবসায়ী। মাছের দাম হাঁকা হয়েছে ৫৫ হাজার টাকা। দামাদামির এক পর্যায়ে বাঘাইড়টি ২২ হাজার টাকায় বিক্রি করা হয়।
মৎস্যব্যবসায়ী আনু মিয়া জানান, শুক্রবার উপজেলার কুশিয়ারা নদীতে এক জেলের জালে ৩০ কেজি ওজনের বাঘাইড়টি ধরা পরে। সেই জেলের কাছ থেকে বাঘাইড়টি ক্রয় করে স্থানীয় গোয়ালাবাজারে বিক্রির জন্য তুলেন তিনি।
রাতে গোয়ালাবাজারে গিয়ে দেখা যায়, বাঘাইড়টি দেখার জন্য মৎস্যব্যবসায়ী আনু মিয়ার দোকানে ভিড় জমে গেছে। মাছটি একনজর দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষ আনু মিয়ার দোকানে এসে ভিড় জমিয়েছেন।
বাঘাইড়টি ২২ হাজার টাকায় বিক্রি করেন বলে জানান আনু মিয়া।