চোখের জলে শেষ বিদায় জৈন্তাপুরে নিহত ৪ ছাত্রলীগ কর্মীর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৪, ১:৪৬:২৫ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : হাজারো জনতার চোখের জলে চোখের জলে শেষ বিদায় নিলেন সিলেটের জৈন্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪ ছাত্রলীগ কর্মী। শনিবার বিকেলে তাদের জানাজা, দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে জৈন্তাপুর রাজবাড়ি মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে মুসলিম ধর্মের ৩ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়। আর হিন্দুধর্মাবলম্বী হওয়ায় অপর একজনের পারিবারিক শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ জানান, জৈন্তাপুরে ৪ ছাত্রলীগ কর্মীর মৃত্যুতে সিলেটবাসী শোকাহত। নিস্তব্ধতা নেমে এসেছে পুরো জৈন্তাপুর উপজেলায়। এই দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করছি।
জানাজায় উপস্থিত ছিলেন, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইমরান আহমদ এমপি, সুনামগঞ্জ-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীসহ কয়েক হাজার মুসল্লি।
উল্লেখ্য, শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-জাফলং মহাসড়কের ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে সড়ক দুর্ঘটনায় নিহত হন ৪ ছাত্রলীগ কর্মী।
দুর্ঘটনায় নিহত চারজন হলেন- উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রনদিপ পালের ছেলে নিহাল পাল (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) ও নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৩)।