এপেক্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান
সিলেটে গ্যাস সংযোগসহ অত্যাবশ্যকীয় প্রকল্প গ্রহণ করা হবে: ড. মোমেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৪, ৯:০৫:৩৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটে শিল্পকারখানা স্থাপন ও গ্যাস সংযোগ প্রদানসহ অত্যাবশ্যকীয় প্রকল্প গ্রহণের কথা জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, জনগণ ভোট দিয়ে আমাকে আবার নির্বাচিত করেছে দেশ ও দশের সেবার জন্য। আমি সে লক্ষেই কাজ করে যাব। আমার প্রধান লক্ষ্য, সিলেটের মানুষকে স্বাবলম্বী করার মধ্য দিয়ে দারিদ্র্যমুক্ত সমাজ গঠন। সবার সহযোগিতায় আগামীতে দারিদ্রমুক্ত সিলেট নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। গতকাল শনিবার সকালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এপেক্স ক্লাব অব বাংলাদেশ (জেলা-৪) আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ড. মোমেন আরো বলেন, সমাজে অসহায় মানুষের কল্যাণ ও সমস্যা নিরসনে সকলকে দায়বদ্ধতা নিয়ে এগিয়ে আসতে হবে। এপেক্স ক্লাব এমন দায়বদ্ধতা থেকেই মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এর চেয়ে উত্তম কাজ আর কিছুই হতে পারে না।
নগরীর মেজরটিলাস্থ লন্ডন গ্রেস আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে হাজী আব্দুল খালিক চৌধুরী ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, এপেক্স বাংলাদেশের সাবেক সভাপতি এম এ কাইয়ুম চৌধুরী।
সভায় বক্তারা বলেন, এপেক্স ক্লাব জন্মলগ্ন থেকেই আর্তমানবতার সেবার কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় শীতবস্ত্র বিতরণ প্রশংসার দাবীদার। সিলেটকে একটি সুন্দর বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমরা এক সাথে কাজ করব। অনুষ্ঠানে ৫শ’ দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেয়া হয়।