ফসলরক্ষা বাঁধ নির্মাণ
২৫০ বাঁধের কাজ শুরু না হওয়ায় চিন্তার ভাঁজ কৃষককূলে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৪, ৩:১০:০৮ অপরাহ্ন
সুনামগঞ্জ থেকে সংবাদদাতা: চলতি বোরো মৌসুমের ফসলের সুরক্ষায় কাবিটা নীতিমালা অনুযায়ী সুনামগঞ্জের বিভিন্ন হাওরে বাঁধ নির্মাণের কাজের উদ্বোধন করা হয় গেল বছরের ১৫ ডিসেম্বর। উদ্বোধনের এক মাস পার হয়ে গেলেও কাজ শুরু হয়নি অনুমোদিত অন্তত ২৫০টি বাঁধে। ২৮ ফেব্রæয়ারি বাঁধের কাজ শেষ হবার বাধ্যবাধকতা থাকলেও এখনো পর্যন্ত অনেক বাঁধে কাজ শুরু না হওয়ায় শঙ্কিত হাওরের কৃষককূল। তাছাড়া যেসকল বাঁধে কাজ শুরু হয়েছে তার গতিও মন্থর। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে কয়েক দিনের মধ্যে জেলার সকল বাঁধে কাজ শুরু করার কথা জানালেও বিলম্বে বাঁধের কাজ শুরু হওয়ায় উদ্বেগ জানিয়েছে হাওর ও কৃষকের সংগঠন হাওর বাঁচাও আন্দোলন।
পাউবো সূত্রে জানা যায়, জেলার ১২ উপজেলার বোরো ফসলের সুরক্ষার জন্যে এবার ৫৯১ কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য ৭৩৩টি প্রকল্পে ১২৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পের মধ্যে ২০ জানুয়ারি পর্যন্ত ৬০১ টি প্রকল্পে কাজ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করা হলেও পানি উন্নয়ন বোর্ডের এই তথ্য কেবল কাগজে কলমে বলে মন্তব্য করেছে হাওর বাঁচাও আন্দোলন নামের সংগঠনটি । হাওর সংশ্লিষ্ট সংগঠনটির দাবি জেলার অনুমোদিত প্রকল্পের মধ্যে ২৫০ এর বেশি প্রকল্পে এখনো কাজ শুরু হয়নি। এদিকে জেলার বেশিরভাগ হাওরের চাষাবাদ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন কৃষকরা। চাষাবাদ শেষ হলেও বাঁধেরকাজ শুরু না হওয়ায় কৃষকদের কপালে চিন্তার ভাঁজ দেখা গেছে। বিলম্বে কাজ শুরু হলেও সময়মতো বাঁধের কাজ শেষ হওয়ার শঙ্কা থাকে। এতে বোরো ফসল ঝুঁকিতে থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট হাওর পাড়ের কৃষকরা।
সদর উপজেলার দেখার হাওরের কৃষক জমির আলী বলেন, ‘দেখুন এবার আমি ৭ কেয়ার জমিতে ধান লাগিয়েছি। চারারোপণের কাজ শেষ। সরকার বাঁধের জন্য টাকা দিছে, কিন্তু এখনো বাঁধের কাজ শুরু হয়নি। দেরিতে কাজ শুরু হলে সময় মতো কাজ শেষ হবে না।’
শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরের কৃষক বেলাল হোসেন বলেন, ‘শুনেছি আমাদের উপজেলাও এবারও বাঁধের কাজে অনেক টাকা বরাদ্দ দেয়া হইছে। কিন্তু হাওরে কোনো কাজ দেখতেছি না। কবে কাজ শুরু হবে সেই আলামতও দেখছি না।’
অপরদিকে, বাঁধের কাজ শুরু না হওয়ায় বোরো ফসলের সুরক্ষা নিয়ে উদ্বেগ জানিয়েছে হাওর ও কৃষকের সংগঠন হাওর বাঁচাও আন্দোলন। পিআইসি গঠনে ব্যাপক অনিয়ম ও সময় মতো কাজ শুরু না হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে সংগঠনটি। কৃষকের দাবি আদায়ে শিগগিরই মাঠ পর্যায়ে কর্মসূচির ডাক দেবে-এই সংগঠনটি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, নির্ধারিত সময়ের একমাস সময় পার হয়ে গেছে। এখনো অনেক বাঁধে কাজ শুরু হয়নি। আমাদের সংগঠনের তথ্য মতে, এখনো ২৫০টি বাঁধে কাজ হয়নি। অনেক হাওরে নামমাত্র কাজ করা হচ্ছে। কাজ শুরু না হওয়ায় ফসলের সুরক্ষা নিয়ে আমরা শঙ্কিত। দ্রæত সময়ে কাজ শুরু না হলে আমরা মাঠ পর্যায়ে কর্মসূচির ডাক দিতে বাধ্য হবো। অনতিবিলম্বে কাজ শুরু করতে সংশ্লিষ্টদের তাগাদা জানান তিনি।
পাউবো’র নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, এবার ৭৩৩টি প্রকল্পের অনুমোদন হয়েছে। ২০ জানুয়ারি পর্যন্ত ৬০১টি প্রকল্পে কাজ শুরু হয়েছে। দুয়েক দিনের মধ্যে সকল বাঁধে কাজ শুরু হবে। সময় মতো কাজ শেষ করতে প্রশাসন তৎপর রয়েছে বলে জানান তিনি। নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ করতে সংশ্লিষ্ট পিআইসিদের তাগাদা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।