ইবনে সিনা হাসপাতালে স্টাফদের নিয়ে বার্ষিক সাধারণ সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৪, ৪:৪০:০৬ অপরাহ্ন

ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের উদ্যোগে স্টাফদের নিয়ে বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। হাসপাতালের কনফারেন্স রুমে মেডিকেল অফিসারদের, কনসাল্টেশন ফ্লোরে নার্সিং স্টাফ, অফিসার এবং অন্যান্য সকল স্টাফদের নিয়ে গত মঙ্গলবার এ সাধারণ সভার আয়োজন করা হয়।
হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ আজহার উদ্দিন খান এবং এসিস্ট্যান্ট ম্যানেজার মাজহারুল ইসলাম মুমিন যৌথভাবে বার্ষিক সাধারণ সভা সঞ্চালনা করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন, হাসপাতালের ডি.এম.এস কর্নেল (অবঃ) ডাঃ রুকনুল ইসলাম চৌধুরী এবং ম্যানেজার (এডমিন) এন্ড ইনচার্জ আলী হায়দার মোঃ তানভীর। এতে অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক আব্দুল কাদের খান, অধ্যাপক আব্দুল হান্নান।
সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড ইতোমধ্যে সমগ্র সিলেটবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোতে সিলেটবাসীকে নিরবচ্ছিন্নভাবে সেবা দিতে প্রস্তুত আছে। তিনি সকল স্টাফকে রোগীদের প্রতি সর্বোত্তম আচরণের আহবান জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আই.সি.উ. কনসালটেন্ট ডাঃ মোহাম্মদ মাস্উদ গণি, চীফ মেডিকেল অফিসার মেজর (অবঃ) ডাঃ আব্দুস সালাম চৌধুরী, এ.জি.এম (বিজনেস ডেভেলপমেন্ট) মোহাম্মদ ওবায়দুল হক, একাউন্টস ইনচার্জ মুহাম্মদ মনিরুজ্জামান, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইনচার্জ আল আমিন, এইচ আর ইনচার্জ ইকবাল হোসেন খন্দকার, কাস্টমার কেয়ার বিভাগের ইনচার্জ নূরুল হক, মেইন্ট্যানেন্স বিভাগের ইনচার্জ ইঞ্জিনিয়ার ফয়জুল ইসলাম, ফার্মেসি ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, ল্যাবরেটরি বিভাগের ইনচার্জ সুমন সরকার, ওটি এন্ড ক্রিটিক্যাল কেয়ার ইনচার্জ আবুল খয়ের মুহাম্মদ আব্দুল্লাহ, ইবনে সিনা ডায়াগনস্টিক ও কনসাল্টেশন সেন্টার- রিকাবিবাজারের ভারপ্রাপ্ত ইনচার্জ রেজাউল ইসলাম, ইবনে সিনা ডায়াগনস্টিক ও কনসাল্টেশন সেন্টার, রিকাবিবাজারের বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ মামুন সরকার, ইবনে সিনা মীরগঞ্জ এর ইনচার্জ নজরুল ইসলাম প্রমুখ। -বিজ্ঞপ্তি