সিলেটের চলমান উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রী শফিক চৌধুরীর সাথে মতবিনিময়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৪, ১:৩৭:২৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপির সাথে সিলেটের চলমান উন্নয়ন ও ভূমি অধিগ্রহণ কার্যক্রম সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় সিলেট সার্কিট হাউজে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন অন্যান্য নেতৃবৃন্দসহ জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।
আলোচনা সভায় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, সিলেটের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুনজর রয়েছে। সিলেটের উন্নয়নে যা কিছু প্রয়োজন, তিনি তাতে সবসময় সহযোগিতা করেন। এই অঞ্চল সুন্দর ও আধুনিক করতে আমাদের সকলকে আন্তরিক ভূমিকা পালন করতে হবে।
এছাড়াও সভায় প্রতিমন্ত্রী শফিক চৌধুরী ভূমি অধিগ্রহণ কার্যক্রম ও চলমান উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পরামর্শ দেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেন। এতে প্রয়োজনীয় সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।