বিশ্বম্ভরপুরে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের হাওর রক্ষা বাঁধ পরিদর্শন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৪, ১:২০:১৮ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : বিশ্বম্ভরপুর উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও পাউবোর ফসল রক্ষা বাঁধ উপজেলা কমিটির সভাপতি মফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে তারা পরিদর্শন করেন।
নেতৃবৃন্দ উপজেলার বৃহৎ করচার হাওর ও আঙ্গারুলী হাওরের কয়েকটি গুরুত্বপূর্ণ বাঁধের কাজ পরিদর্শন করে পিআইসি সদস্যদের দ্রুত বাঁধের কাজ সম্পন্ন করার জন্য তাগিদ দেন। তাদের এ ধরণের পরিদর্শনে স্থানীয় কৃষকরা উৎসাহিত হয়েছেন এবং বাঁধের কাজ মজবুত ও তাড়াতাড়ি সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করছেন।
উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমানের তত্ত্বাবধানে হাওরে বাধ পরিদর্শনে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জদ আলী খান, ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহেল মারুফ ফারুকী, থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক, সলুকাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, পলাশ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সুহেল আহমদ, ধনপুর ইউনিয়ন চেয়ারম্যান মিলন মিয়া, মেডিকেল অফিসার ডা. মৌমিতা চৌধুরী, মেডিকেল অফিসার ডা. রাবেয়া বসরী, মেডিকেল অফিসার ডা. সুমন বর্মন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ ইকরামুল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, উপজেলা মহিলা বিয়ষক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন, সহকারি শিক্ষা কর্মকর্তা আব্দুল বারেক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, পাউবোর উপ-সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জয়ন্ত কুমার তালুকদার, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মামুনুর রশিদ মামুন, উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি হুমায়ূন কবির পাপন প্রমুখ।