সিলেট-বিমানবন্দর সড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৪, ৮:০০:৫৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট-বিমানবন্দর সড়কে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সিলেট এয়ারপোর্ট থানাধীন মালনীছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী হলেন- মো. মেহদি আফনান (৩২)। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাসিন্দা। অপর নিহতের নাম আশফাকুজ্জামান। তিনি হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার বড়াইল এলাকার ফিরুজ আহমদের ছেলে।
দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, বুধবার বিকালে মালনীছড়া চা বাগান এলাকায় আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে মাইক্রোবাসের সাথে মোটরসাইকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী মেহদি।
খবর পেয়ে পুলিশ অপর আহত যুবককে উদ্ধার করে গুরুতর অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তার মৃত্যু হয়। মোটরসাইকেল ও মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।