মদনমোহন কলেজে অভিভাবক সমাবেশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৭:৫১ অপরাহ্ন
সরকারি মদনমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবর রহমান বলেছেন, গুণগত শিক্ষার প্রসারে সরকারি মদনমোহন কলেজের সুনাম রয়েছে সবমহলে। অভিভাবকদের মতো এই কলেজের শিক্ষকরাও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক। আমরা সবার সমন্বিত প্রচেষ্টায় মদনমোহন কলেজে যুগোপযোগী পাঠদান নিশ্চিত করতে চাই। তিনি বলেন, আমাদের আন্তরিকতার অভাব নেই। আমরাও আমাদের শিক্ষার্থীদের মঙ্গল কামনা করি, সফলতা কামনা করি। তাদের সঠিক মনিটরিং নিশ্চিত করলে সফলতা আসবেই।
গতকাল মঙ্গলবার সকালে মদনমোহন কলেজে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আহমদ হোসেনের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান বিশিষ্ট কবি হোসনে আরা কামালী’র পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কলেজের দর্শন বিভাগের প্রধান রেহানা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ সর্ব্বানী অর্জুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আসমা-উল-হোসনা।
শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক জয়ারাণী আইন, অর্থনীতি বিভাগের প্রধান আদিবা খানম, শিক্ষক পরিষদের সম্পাদক মনিরুল ইসলাম, পদার্থ বিদ্যা বিভাগের প্রধান আলী হাসান পারভেজ, সমাজকর্ম বিভাগের প্রধান আবুল কাশেম, শিক্ষক জাহাঙ্গীর আলম, উদ্ভিদ বিদ্যার শিক্ষক উজ্জ্বল দাস, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক বিপ্লব রায় প্রমুখ।
কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত “শিক্ষক -অভিভাবক, শিক্ষার্থীর মঙ্গলচিন্তক” শীর্ষক অভিভাবক সমাবেশে একাদশ ও দ্বাদশ শ্রেণির বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিতি ছিলেন।-বিজ্ঞপ্তি