পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে নেপালী রাষ্ট্রদূত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ৩:০২:১২ অপরাহ্ন
পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত নেপালী রাষ্ট্রদূত মি. ঘনশ্যাম ভান্ডারি। গত সোমবার সকাল সাড়ে আটটায় তিনি কলেজ ও হাসপাতাল পরিদর্শনে আসেন। এসময় তাঁর সাথে ছিলেন এ্যাম্বেসির সেকেন্ড সেক্রেটারী মি. উজানা বামজান।
নেপালী রাষ্ট্রদূত পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে পৌঁছুলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ দিলীপ কুমার ভৌমিক, পরিচালক ডাঃ এম এ ছালাম ও উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মুহাম্মদ শাহাবুদ্দীন তাদেরকে স্বাগত জানান। এসময় কলেজের নেপালী শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে নেপালী রাষ্ট্রদূত ও সেকেন্ড সেক্রেটারীকে বরণ করেন। পরে নেপালী রাষ্ট্রদূত কলেজের কনফারেন্স রুমে কলেজের অধ্যক্ষ প্রদত্ত ব্রিফিং সেশনে অংশগ্রহণ করেন।
ব্রিফিং সেশনে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ও সহযোগী অধ্যাপকগণ উপস্থিত ছিলেন। ব্রিফিং সেশনে নেপালী রাষ্ট্রদূত প্রতিষ্ঠানের অবকাঠামোগত সুযোগ সুবিধা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও পারিপার্শ্বিক সুবিধার ধারণা পেয়ে কলেজের ভূয়সী প্রশংসা করেন। পরে তিনি কলেজের পরিদর্শন বই-এ স্বাক্ষর করেন।
ব্রিফিং সেশন শেষে রাষ্ট্রদূত সঙ্গীয় সেকেন্ড সেক্রেটারীসহ কলেজে অধ্যয়নরত নেপালী শিক্ষার্থীদের সাথে কলেজের কনফারেন্স হলে মিলিত হয়ে আলোচনায় অংশ্রগ্রহণ করেন। বিজ্ঞপ্তি