দিরাইয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টায় যুবক আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ৩:০৭:২৮ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : দিরাইয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আতাহারুল ওরফে আতা নামের এক যুবককে আটক করে জনতা পুলিশে সোপর্দ করেছে। সে উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলের ছোট ভাই ও রাজানগর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। গত মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার কালিনগর গ্রামের বাহরাইন প্রবাসী জাহাঙ্গির আলমের স্ত্রীকে আতাহারুল ওরফে আতা প্রায়ই উত্ত্যক্ত করতো। গত মঙ্গলবার গভীর রাতে সে গৃহবধূর বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটক করে।
পরে দিরাই থানা পুলিশকে খবর দিলে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে নিয়ে আসে। গতকাল বুধবার প্রবাসীর স্ত্রী দিরাই থানায় মামলা করলে অভিযুক্ত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দিরাই থানার এসআই অনুজ কুমার দাশ জানান, ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।