পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী (সাঃ) মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ৪:২৯:১৪ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন খান পিপিএম বলেছেন, “দেশপ্রেম ইমানের অঙ্গ। তাই, শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধের মাধ্যমে গড়ে উঠে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।”
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী (সাঃ) মাহফিল ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমদ, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি কাউসার আহমদ হায়দরী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কলামিস্ট আফতাব চৌধুরী।
সহকারী শিক্ষক জাকির আহমদ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক সিনিয়র শিক্ষক (ইসলাম ধর্ম) নাজির আহমদ।
দোয়া পরিচালনা করেন পুলিশ লাইনস জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শাহ নেওয়াজ। -বিজ্ঞপ্তি