সিলেটের মুফতি মুফিজুর রহমান আর নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩০:২৭ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : সিলেটের বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক ও বক্তা, মুফতি মুফিজুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। গতরাত (শনিবার) ১২টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
আজ (রোববার) বেলা আড়াইটায় সিলেট সদর উপজেলার কালারুকা মিসবাহুল উলুম মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
মুফতি মুফিজুর রহমান ছিলেন সিলেটের জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদরাসার ফাজেল ও সাবেক শিক্ষক। তিনি একজন প্রাজ্ঞ আলেম, সুলেখক ও বক্তা ছিলেন। তিনি সিলেটের ভার্থখলা মাদরাসার মুহাদ্দিস ছিলেন। এছাড়া কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার জামে মসজিদে দীর্ঘ দিন খতিব ছিলেন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলায় জামেয়া রাহমানিয়া, জামেয়া বাগজুরসহ কয়েকটি মাদরাসা প্রতিষ্ঠা করেছেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইসলামি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজফিড শোকগাঁথায় ভরে ওঠে।