কোম্পানীগঞ্জে ক্যারম খেলা নিয়ে বাকবিতন্ডা, কুপিয়ে জখম ৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২:৪৭:৪৬ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জে ক্যারম খেলাকে কেন্দ্র করে কুপিয়ে তিন যুবককে গুরুতর জখম করা হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার টুকেরবাজারে এ ঘটনা ঘটে। আহত তিন যুবক উপজেলার ইসলামপুর গ্রামের ফুল মিয়ার পুত্র আলমগীর, রুবেল ও সালমান। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত ৭টার দিকে টুকেরগাঁও গ্রামের মৃত সওদাগরের পুত্র ফিরোজ মিয়ার বাড়িতে এই তিনজনসহ ইসলামপুর গ্রামের ফরিদ মিয়ার পুত্র আশিক ও শাহ আলী, রতন মিয়ার পুত্র মোহন, হৃদয়সহ ১০-১২ জন ক্যারম খেলছিলেন। এ সময় ক্যারম খেলা নিয়ে প্রথমে তর্ক বিতর্ক হয়। এর কিছু সময় পর টুকেরবাজারে প্রতিপক্ষের লোকজন আলমগীর, রুবেল ও সালমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। প্রত্যক্ষদর্শী লোকজন ছুটে এসে প্রথমে তাদেরকে কোম্পানীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আলমগীর ও রুবেলকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে, ঘটনার পর টুকেরবাজারে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে৷ পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ফরিদ নামে একজনকে আটক করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।