দারুননাজাত মডেল মাদরাসার বার্ষিক শিক্ষাসফর সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২:৫১:৪৭ অপরাহ্ন
দারুননাজাত মডেল মাদরাসার বার্ষিক শিক্ষাসফর-২০২৪ সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দারুননাজাত ফাউন্ডেশন, সিলেটের সহ-সভাপতি ও দারুননাজাত মডেল মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান।
তিনি বলেন, ‘শিশুদের শারীরিক ও মানসিক উন্নতি সাধনের জন্য ভ্রমণ-বিনোদন আবশ্যক। নিয়মিত খেলাধুলা ও পড়াশোনার ফাঁকে ফাঁকে ভ্রমণ-বিনোদন থাকলে মানসিক এক ঘেঁয়েমি দূর হয়। শিক্ষার্থীদের পড়াশোনার চাপ কমে গিয়ে তাদের জন্য সহনীয় পরিবেশ গড়ে ওঠে। এতে করে হাল্কা বিরতি দিয়ে তারা আবারো নিজেদেরকে পড়াশোনার জন্য প্রস্তুত করতে পারে। তাই শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং অভিভাবকদের উচিত- রুটিনমাফিক পড়াশোনার পাশাপাশি শিশুদের জন্য পরিকল্পিতভাবে খেলাধুলা ও ভ্রমণ-বিনোদনের ব্যবস্থা করে দেয়া।’
শিক্ষাসফর শুরুর আগে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় তিনি তার বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাদরাসার শিক্ষাসচিব মাওলানা তরিকুল ইসলাম ও সহকারী শিক্ষাসচিব মাওলানা তাহির আবদুল্লাহ’র সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন দারুননাজাত ফাউন্ডেশন, সিলেটের সাধারণ সম্পাদক ও দারুননাজাত মডেল মাদরাসার পরিচালক মাওলানা মোহাম্মদ খাইরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্য কর্মসূচি ছিলোÑ লাক্কাতুরা চা বাগান পরিদর্শন, শিক্ষার্থীদের জন্য ট্যুর টিফিন, পার্ক ভ্রমণ, রাইড আরোহন, লাঞ্চপ্যাক বিতরণ ও আপ্যায়ন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ, অভিভাবক ও শিক্ষকদের হাড়ি ভাঙা খেলা ও তাৎক্ষণিক পুরস্কার বিতরণ, সমাপনী শিক্ষার্থী সমাবেশ ও মোনাজাত। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত সফরে অভিভাবকদের মধ্যে অনুভূতি পেশ করেন হাফেজ মাওলানা আজিজুল্লাহ শরীফ, হাফেজ মাওলানা কাওছার আহমদ, মুহাম্মদ গোলাম মোস্তফা, সফিউল ইসলাম প্রমুখ।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেনÑ সহকারী শিক্ষক (হিফজ) হাফেজ মাওলানা খালেদ আহমদ, হাফেজ মাওলানা ইয়াহয়া মাহমুদ, সহকারী শিক্ষক (নূরানী-আরবি) ও হোস্টেল সুপার মাওলানা ইকবাল আহমদ, সহকারী শিক্ষক (নূরানী-আরবি) মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা ক্বারি মাহফুজ আহমদ, সহকারী শিক্ষক (বাংলা) ক্বারি এইচ হক নোমান, সহকারী শিক্ষক (গণিত) মাস্টার মুহাম্মদ আবদুস সামাদ, সহকারী শিক্ষক (শরীরচর্চা) আবদুল কাইয়ুম।-বিজ্ঞপ্তি