বানিয়াচংয়ে চালককে পুড়িয়ে সিএনজি ছিনতাই, যুবক আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৬:৩০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচংয়ে চালককে হত্যা করে আগুনে লাশ পুড়িয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার আক্তার হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, “গত ৭ ফেব্রুয়ারি ঘাতক জয়নাল ও তার সহযোগীরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে বানিয়াচংয়ের চন্ডিপুর হাওড়ে চালক শাহ রুম্মন আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খুনের আলামত নষ্ট করতে কেরোসিন ঢেলে তার লাশ পুড়িয়ে দেয়। পরে তারা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার নিহতের মা রহিমা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।”
“পরে বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের মূলহোতা জয়নাল মিয়াকে সোমবার চাঁদপুরের কচুয়া থেকে গ্রেফতার করে। তার দেওয়া বর্ণনামতে হত্যায় ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ।”
এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার।
শাহ রুম্মন আলী উপজেলার সুজাতপুর ইউনিয়নের ইকরাম গ্রামের শের আলীর ছেলে। আসামি জয়নাল সুজাতপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।