বিদেশে প্রশিক্ষিত শ্রমিক পাঠানোই মূল লক্ষ্য: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৬:৪৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘সৌদি আরব যেমন দক্ষ শ্রমিক চায়, তেমনই আমিরাতে স্বাস্থ্য খাতে দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে। আমাদের চ্যালেঞ্জও রয়েছে। এ কর্মীগুলোকে দেশে যথাপোযুক্তভাবে প্রশিক্ষণ দিতে হবে।’
‘আমাদের মূল লক্ষ্য হল দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা। যে সব দেশ শ্রমিক নিবে তারা এ বিষয়টি অবগত করেছে।’
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গর্ভমেন্ট সামিটের আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এবারের সামিটে আগামী দিনের শ্রমবাজার, শ্রমবাজারের ঝুঁকি এবং বিশ্ব শ্রমবাজারে অভিবাসনের চাহিদা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার থেকে দুবাইয়ের আবুধাবিতে এই সামিট শুরু হয়েছে।
তিনি বলেন, আমাদের যেসব কর্মী পাঠানো এজেন্সি আছে তাদের বিষয়টি অনুধাবন করতে হবে। তাঁরা বেসরকারি প্রশিক্ষণ সেন্টার থেকে কর্মীদের প্রশিক্ষিত করে তুলবেন। তাহলে আগামী দিনগুলোয় বাংলাদেশি শ্রমিকরা বেশ সাফল্য অর্জন করতে পারবে।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা সামিটে অংশ নেওয়া দেশের প্রতিনিধিদের বাংলাদেশে যেতে দাওয়াত দিয়েছি।
তাঁরা দাওয়াত গ্রহণ করেছেন। কিছুদিনের মধ্যে তাঁরা তারিখ জানাবেন। সেই অনুযায়ী দেশগুলোর সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে আমরা কাজ এগিয়ে নিয়ে যাবো।’
এদিকে ওর্য়াল্ড গর্ভমেন্ট সামিটে অংশগ্রহণের পাশাপাশি সোমবার প্রতিমন্ত্রী দুবাইয়ে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই অনুষ্ঠানে নিরাপদ অভিবাসন, বৈধ উপায় রেমিটেন্স পাঠানো এবং সার্বজনীন পেনশন স্কিমে প্রবাসীদের অংশগ্রহণের জন্য আহবান জানিয়েছেন।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে এই সামিটে অংশ নিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আয়েশা হক, উপসচিব ড. নাশিদ রিজওয়ানা মনির ও বিএমইটির পরিচালক আব্দুল হাই।