সুনামগঞ্জের ৫ এমপিকে বিশেষ সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১:০৫:৩৭ অপরাহ্ন

হাওরাঞ্চল খ্যাত সুনামগঞ্জের নবনির্বাচিত সংসদ সদস্যদের বিশেষ সংবর্ধনা প্রদান করেছে হাওর প্রয়াস ফাউন্ডেশন। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানী এয়ারপোর্ট রোডের একটি পাঁচ তারকা হোটেলে নবনির্বাচিত সংসদ সদস্যদের ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে সংবর্ধনার আনুষ্ঠানিকতা শুরু হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সংবর্ধনা অনুষ্ঠানে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান, সুনামগঞ্জ-২ আসনের ড. জয়া সেন গুপ্তা, সুনামগঞ্জ-৫ আসনে মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-৪ আসনের ড. মোহাম্মদ সাদিক ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংবর্ধিতদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন হাওর প্রয়াস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, প্রয়াস গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক আবু নঈম শেখসহ আরো গুণীজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মরমি কবি হাসন রাজা, রাধারমণ, দুর্বিন শাহ, শাহ আবদুল করিম, ক্বারি আমির উদ্দিনের মতো মানুষ এবং অবারিত হাওরের জল-জোছনার জনপদ সুনামগঞ্জের আছে শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস।
এ সময় তারা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সুনামগঞ্জকে একটি আধুনিক জেলায় রূপান্তরিত করতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
অনুষ্ঠানে তারা আরও বলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য প্রদ্যুৎ কুমার তালুকদারকে সর্বদা মানুষের পাশে ছিলেন। এ সংবর্ধনার আয়োজন করায় তারা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।-বিজ্ঞপ্তি