জুলুম নির্যাতন করে সরকার টিকে থাকতে পারবে না: বিএনপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ৯:৩০:০৩ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ শুধু ব্যাংক ডাকাতিই নয় ; জনগণের আমানত ভোট ডাকাতি করে সরকার গঠন করেছে। দেশবাসী এই ক্ষমতাসীন দলের ভোট বর্জনের মাধ্যেমে তাদের লাল কার্ড দেখিয়ে দিয়েছে।
বর্তমান সরকার ভোট ডাকাতি করেছে উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এ সরকার ডাকাতদের সরকার। ওরা নিজেরাই ডাকাত, ভোট ডাকাতি করেছে। সরকার জনগণের অধিকার হরণ করে নিয়ে গেছে। এখন আবার বলছে, ভোট ভালো হয়েছে।’
তিনি গতকাল বুধবার দুপুরে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর কোর্ট পয়েন্ট থেকে লিফলেট বিতরণ শুরুর পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে তিনি বলেন, ক্ষমতাসীন দলের এক মন্ত্রী বলেছেন সিন্ডিকেট বন্ধ করে দেবো। শিগগিরই দ্রব্যমূল্য কমাবো। কিন্তু, ক্ষমতাসীনদের নেতৃত্বে পর্যাক্রমে সিন্ডিকেট বৃদ্ধি পাচ্ছে। সব জিনিসের দাম পর্যাক্রমে বৃদ্ধি পাচ্ছে। ব্যাংকের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, টাকা নেই সরকারের কাছে।
নগরীর জেল রোড এলাকায় মহানগর বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, জনগণের বিজয় সুনিশ্চিত। সরকার জুলুম নির্যাতন করে টিকে থাকতে পারবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমবাজ ভোট ডাকাত সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক সামিয়া বেগম, ডা. নাজমুল হোসেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত তারেক, মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি, ওয়ার্ড সভাপতিদের মধ্যে আফজাল উদ্দিন, শেখ কবির আহমদ, আব্দুল হাকিম, খায়রুল ইসলাম খায়ের, সুয়াইব আহমদ সোয়েব, মোঃ লুৎফুর রহমান মোহন, আব্দুল ওয়াদুদ মিলন, সবুর আহমদ খান, আমিনুল ইসলাম, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজি, মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ, তোফাজ্জল হোসেন বেলাল, মো. রফিকুল ইসলাম রফিক, সাব্বির আহমদ, আব্দুল মালিক সেকু, সৈয়দ রহিম আলী রাসু, মিনহাজ পাঠান, রাসেল খান, আব্দুল মান্নান, শাহিদুল ইসলাম কাদির, নজরুল ইসলাম, সুহেল মাহমুদ, আব্দুল হাসিম জাকারিয়া, এমদাদুল হক স্বপন, কয়েস আহমদ প্রমুখ। -বিজ্ঞপ্তি