একুশে বইমেলায় সুফিয়ান আহমদ চৌধুরীর পাঁচ বই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৪, ১০:৫৪:১৭ অপরাহ্ন
বাংলা একাডেমি আয়োজিত এবারের একুশে বইমেলায় বিশিষ্ট শিশুসাহিত্যিক ও ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরীর পাঁচ বই এসেছে।
এর মধ্যে দু’টি গল্পের বই ‘স্বপ্নের ফেরিওয়ালা’ ও ‘রাজার চোখে বানের পানি’ (দ্বিত্বীয় সংস্করণ নতুন আঙ্গিকে) বেরিয়েছে।
এ ছাড়াও ২০২৩ সালের একুশের বইমেলায় প্রকাশিত ছড়ার বই ‘ধাপুস ধুপুস’, কবিতার বই ‘আলোর পতাকা হাতে’ ও স্মৃতিচারণমূলক বই ‘স্বর্ণালি দিনের ডায়েরি’ বের হয়। বইগুলো প্রকাশ পেয়েছে তাঁর নিজস্ব প্রকাশনী ‘দর্পণ প্রকাশ’ থেকে।
পরিবেশক হিসেবে রয়েছে সপ্তডিঙা প্রকাশন, প্রতিভা প্রকাশ, কিশোর লেখা ও ‘পাপড়ি’ সহ অন্যান্য প্রকাশনী সংস্থা। বইগুলো মেলায় বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে। -বিজ্ঞপ্তি