বেপরোয়া বাসের ধাক্কায় ছয় পুলিশ সদস্য আহত
র্যাবের অভিযানে কুমিল্লা থেকে গ্রেফতার সেই বাসের সুপারভাইজার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৮:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে বেপরোয়া বাসের ধাক্কায় ছয় পুলিশ সদস্য গুরতর আহতের ঘটনায় বাসের সুপারভাইজারকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার বিকেলে সাড়ে ৩টায় র্যাব-৯ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে কুমিল্লা জেলার কতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তার নাম জয়নাল (৪০)।
তিনি কুমিল্লা জেলার মৃত নিয়ামত খানের ছেলে। র্যাব-৯ এর মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ভোরে সিলেট-সুনামগঞ্জ মহসড়কের তেমুখী পয়েন্টে এসএমপি উপ-পুলিশ কমিশনার (উত্তর) অভিযান পরিচালনা করছিলেন।
এ সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ‘রিয়েল কোচ’ নামে একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে এসে রাস্তার পাশে পার্কিংরত অবস্থায় পুলিশের পিকআপ ভ্যান ও পুলিশ সদস্যদের চাপা দেয়। পরে দ্রুত বাসটির চালক ও সুপারভাইজার পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের উর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয়জন পুলিশ সদস্য গুরুতর আহত হন। বাস চাপার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এসএমপির জালালাবাদ থানায় মামলা (নং-৭/১৫.০২.২৪) দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে সুপারভাইজারকে গ্রেফতার করা হয়।