হাবিব হোসেন ৯ম গোল্ডকাপের ফাইনাল ও পুরস্কার বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ৪:০৩:২৪ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ সুরমার বরইকান্দি ইউনিয়নের ২ বারের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন প্রবর্তিত, হাবিব হোসেন ৯ম গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ গতকাল শুক্রবার বিকেল ৩টায় দক্ষিণ সুরমার পলিটেকনিক মাঠে অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের সভাপতি আজমল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রিন্সিপাল মোহাম্মদ রিহান উদ্দিন, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম।
টুর্ণামেন্টের সেক্রেটারি আক্কাস উদ্দিন আক্কাই ও আতিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মরহুম হাবিব হোসেন চেয়ারম্যানের বড় ছেলে রায়হান হোসেন, মহানগর আওয়ামী লীগের সদস্য রাহাত তরফদার, খাজাঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান আরশ আলী গণী, সাবেক কাউন্সিলর সেলিম আহমদ রনী, হাবিব হোসেন চেয়ারম্যানের ছেলে রুম্মান হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাবিব হোসেন চেয়ারম্যানের ছেলে রাহাত হোসেন। খেলায় সুলতানপুর ফখরুল এন্ড নুরুল ব্রাদাস চ্যাম্পিয়ন ও কদমতলী তজু মিয়া ফুট সেন্টার রানার আপ হয়েছে।