জামিআ সিদ্দিকিয়ায় বিশেষ দোয়া মাহফিল
‘আল্লাহর কৃতজ্ঞ বান্দা দুনিয়া ও আখেরাতে সফল’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৪:০২ অপরাহ্ন
উপমহাদেশে ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা শায়খুল ইসলাম আল্লামা হোসাইন আহমদ মাদানী (রহ.) এর প্রপৌত্র মাওলানা সায়্যিদ হোসাইন মাহমুদ আসআদ মাদানী বলেছেন, আল্লাহ পাক আমাদেরকে যে নেয়ামত দান করছেন, জীবনের সর্বাবস্থায় আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কারণ কৃতজ্ঞ বান্দা দুনিয়া ও আখেরাতে সফল হয়।
তিনি বলেন, আল্লাহর শুকরিয়া যেমন মুখে আদায় করা যায়, তেমনি কর্মের মাধ্যমেও করা যায়। কর্মের মাধ্যমে শুকরিয়া আদায় করার পন্থা হলো আল্লাহর নেয়ামতের অপব্যবহার না করা। আল্লাহ পাক যে নেয়ামতকে যে উদ্দেশ্যে দান করেছেন, সেটা সেই কাজে ব্যবহার করা। যারা এমনটা করে না, তাদের উরপ আল্লাহর কঠিন শাস্তি নেমে আসে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নগরীর জামিআ সিদ্দিকিয়ায় বিশ্ব মুসলিমের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জামিআ সিদ্দিকিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মবনু।
বিশেষ অতিথির বক্তব্য দেন ইংল্যান্ডের নর্থ ওয়েস্ট কেন্ট মুসলিম এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ইমাম ও খতিব হাফিজ মাওলানা আতিকুর রহমান চৌধুরী ও ইকরা বাংলাদেশ আল মাদানিয়ার পরিচালক মাওলানা রশিদ আহমদ মকবুল।
জামিআ সিদ্দিকিয়ার শিক্ষাসচিব হাফিজ মাওলানা আফতাবুজ্জামান হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোনআন তেলাওয়াত করেন জামেয়ার ছাত্র এহসান আহমদ রুহান। নাশিদ পরিবেশন করেন মো. মুসাদ্দিকুর রহমান।-বিজ্ঞপ্তি