অবৈধ অনুপ্রবেশের দায়ে গোয়াইনঘাট সীমান্ত থেকে ৩ ভারতীয় নাগরিক আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০:২০ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে গোয়াইনঘাটের জাফলং সীমান্ত থেকে ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোয়াইনঘাট থানা সূত্রে জানা যায়, সংগ্রাম বিওপি গত সোমবার দিবাগত রাত ১টার দিকে পূর্ব জাফলং ইউনিয়নের পাথরটিলা মেইন পিলার-১২৭৪ থেকে বাংলাদেশের আনুমানিক ৩ কি. মি. অভ্যন্তরে পাথরঘাট কলোনি নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি মুক্তাপুর এলাকার আবুল কালামের ছেলে আহমেদ হোসেন (৫০), মৃত রমেস দাসের ছেলে রাজেস দাস (৪২), মৃত ব্যাঙ্গা তাতীর ছেলে লোকেস তাতী (৩৬)।
অবৈধভাবে পাসপোর্ট ও ভিসা ব্যতীত ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করায় তাদের আটক করে বিজিবি। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে নায়েব সুবেদার মো. শহিদুল আলম গোয়াইনঘাট থানায় এজাহার দায়ের করেন। থানার মামলা নং-২০/৩৯। গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়া, গতরাতে আরো ৫ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। রাতভর অভিযান পরিচালনা করে ১ জন জিআর পরোয়ানাভুক্ত ও ৪ জন সিআর পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার লাবু গ্রামের জুয়াদ আলীর ছেলে মো. আব্দুল জলিল (৫২), সংগ্রাম বস্তি লন্ডনী বাজার গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুমন আহমদ, নতুন ভাঙ্গা হাওড় এলাকার আব্দুল আজিজের ছেলে আলমগীর হোসেন, কুনকিরি গ্রামের সুরুজ মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন, তিতকুল্লি হাওর এলাকার আব্দুস সামাদের ছেলে মো. মুক্তার আলী।
গোয়াইনঘাট থানার মিডিয়া অফিসার এসআই জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।