সিলেটে ফিলিং স্টেশনের লোড বাড়ানোর দাবিতে স্মারকলিপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১:৩১:৪৮ অপরাহ্ন
সিলেটে ফিলিং স্টেশনের লোড বাড়ানোর দাবিতে সিলেট জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার এসোসিয়েশন সিলেট বিভাগের নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করেন তারা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেট বিভাগের তীব্র জ¦ালানি (সিএনজি) সংকটের কারণে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিভাগের জ¦ালানি সরবরাহকারী প্রতিষ্ঠান সমূহের সংগঠন হিসেবে বিদ্যমান অচলাবস্থা নিরূপণ করতে সময়োপযোগী, জনবান্ধব ও কাঙ্কিত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।
অন্যান্য গ্যাস বিপণন প্রতিষ্ঠানের ন্যায় জালালাবাদ গ্যাসের আওতাধীন সিএনজি স্টেশন সমূহের লোড দৈনিক ১২ ঘণ্টার পরিবর্তে ২০ ঘণ্টা এবং মাসিক ২৬ দিনের পরিবর্তে ৩০ দিন বিবেচনা করে বর্তমান অনুমোদিত লোড বৃদ্ধিতে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদ, অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আফছার মোঃ ফাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত ধর বাপ্পি, সদস্য হুরায়রা ইফতার হোসেন, এলপিজি এসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক এডভোকেট নাদিম রহমান।-বিজ্ঞপ্তি