ভাটেরা ডিগ্রি কলেজে এমপি নাদেলকে সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১:৩৯:২৫ অপরাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, মহান স্বাধীনতা সংগ্রামে শহীদদের আত্মত্যাগ, তাদের রক্তঋণের কথা স্মরণ করে আমাদের প্রতিটি ক্ষণকে দেশের কাজে লাগাতে হবে। কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে চালিয়ে যেতে হবে নিরলস পরিশ্রম। আমাদের শিক্ষার্থীদের উন্নত রাষ্ট্রের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতার জন্য গড়ে তুলতে হবে।
কুলাউড়া উপজেলার ভাটেরা ডিগ্রি কলেজের উদ্যোগে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেলের সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নের লক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল এমপি বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন এবং তাঁর কন্যা শেখ হাসিনা জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এই ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তিনি কুলাউড়াকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন ।
তিনি ভাটেরা ডিগ্রি কলেজের উন্নয়নে শিক্ষানুরাগী ড. নূরুল ইসলামসহ প্রবাসী ও দেশে অবস্থানকারীদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
কলেজ ক্যাম্পাসে গত সোমবার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি আ.স.ম. কামরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ও কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যরিস্টার জাহাঙ্গীর হোসেন, কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, যুক্তরাজ্যের নিউ সিটি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. নূরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য বদরুল আলম সিদ্দিকী, ভাটেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম তালুকদার, দাতা সদস্য সৈয়দ ইলিয়াস খছরু, অবসরপ্রাপ্ত শিক্ষক এ.কে.এম.মতিউর রহমান, দাতা সদস্য জুবায়ের সিদ্দিকী সেলিম, শিক্ষানুরাগী উমেদ আলী। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাইদুল ইসলাম ও পবিত্র গীতা পাঠ করেন সাবিত্রি বর্মন দীপা। ড. মো. মশিউর রহমান আরো বলেন, শফিউল আলম নাদেল তার সততা, নিষ্ঠা, সাহসিকতার মাধ্যমে আরো অনেক দূর এগিয়ে যাবেন বলে তারা বিশ্বাস করেন।-বিজ্ঞপ্তি