কুলাউড়া-রবিরবাজার সড়কে চলন্ত ট্রাক উল্টে ড্রাইভার নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৫৬:৫২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়ায় চলন্ত অবস্থায় ট্রাক উল্টে ড্রাইভার নিহত হয়েছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুলাউড়া-রবিরবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ড্রাইভারের নাম মিলু মিয়া (১৯)। তিনি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের দক্ষিণ চুনঘর এলাকার মৃত রেনু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ১০টার দিকে মিলু ট্রাক নিয়ে রবির বাজারের উদ্দেশ্যে বালু আনতে রওনা দেন। কুলাউড়া-রবির বাজারের সড়কের উপর দিয়ে ইটভাটার মাটিবাহী ট্রাক আসা-যাওয়ার কারণে রাস্তাটি মাটিতে ঢেকে যায়। গত রাতে বৃষ্টির কারণে সেই রাস্তা পিচ্ছিল হয়ে যায়। দুপুর ১২টার দিকে মিলু ওই সড়কের রাজার দীঘির কাছাকাছি পৌঁছামাত্র ব্রেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে তিনি মারা যান।
কুলাউড়া থানার এসআই দেবাশীষ তালুকদার জানান, মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারকে দেওয়া হবে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।