মাইক্রোবাস চাপায় প্রাণ হারালেন সিটি করপোরেশনের নারী কর্মকর্তা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ৬:০২:৩১ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : সিলেট-তামাবিল সড়কে মাইক্রোবাসের চাপায় নিহত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা পপি রানী তালুকদার (২৯)।
আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সিলেট-তামাবিল সড়কের খাদিম এলাকায় জাফলংগামী একটি মাইক্রোবাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর।
নিহত পপি রানী তালুকদার (২৯) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বল্লবপুর গ্রামের পাবেল সরকারের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে সিলেট সদর উপজেলা পরিষদের কোয়ার্টার-২ এ থাকতেন। তার দুটি শিশুসন্তান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পপি রানী বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নগর ভবনে আসার জন্য বাসা থেকে বের হন। এ সময় রাস্তা পার হতে গেলে বেপরোয়া গতির একটি পর্যটকবাহী মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘাতক মাইক্রোবাসচালককে খুঁজছে পুলিশ।