ইতালি যাওয়ার আগে পরিবার নিয়ে খেতে গিয়েছিলেন, আগুনে প্রাণ গেল সবার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৪, ২:৪২:৩০ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : ইতালিপ্রবাসী সৈয়দ মোবারক ছুটিতে দেশে এসেছিলেন। এ মাসেই তাঁর ইতালি ফিরে যাওয়ার কথা ছিল। রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছেন তিনি। শুধু মোবারকই নন, তাঁর স্ত্রী, দুই মেয়ে ও ছেলেরও প্রাণ গেছে আগুনে।
ইতালিতে স্থায়ীভাবে থাকার সুযোগ পাওয়া মোবারক মাসখানেক আগে দেশে এসেছিলেন। কথা ছিল স্ত্রী-সন্তানদের সাথে নিয়ে ইতালি যাবেন। ভিসাও প্রস্তুত ছিল কিন্তু আর যাওয়া হলো না।
মোবারকের চাচাতো ভাই ফয়সাল জানান, রাজধানীর মধুবাগ থেকে স্ত্রী স্বপ্না, দুই মেয়ে সৈয়দা কাশফিয়া ও সৈয়দা নূর এবং একমাত্র ছেলে সৈয়দ আব্দুল্লাহকে নিয়ে রাতের খাবার খেতে গিয়েছিলেন মোবারক। আগুনে পুড়ে তাদের সবাই মারা গেছেন।
পরিবারটি ইতালিতে স্থায়ীভাবে বসবাসের জন্য সব প্রস্তুতি নিয়েছিল। কিন্তু তাদের আর যাওয়া হলো না।। পরিবারের আর কেউ বেঁচে রইলো না।
রাজধানীর বেইলি রোডে একটি রেস্টুরেন্টে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে।