বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৪, ৬:০০:১৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জামাল উদ্দিন ভূঁইয়া বলেছেন, শুধু সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা অর্জন করলে চলবে না, আমাদেরকে সুশিক্ষিত হতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হতে শিক্ষাবৃত্তি ইতিবাচক ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম জাগ্রত করে জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
গত শুক্রবার দুপুরে গোলাপগঞ্জের আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতি সিলেট বিভাগের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি প্রফেসর ডা. মো. আবেদ হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. সাজিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. কবির হোসেন, প্রফেসর ডা. আবু ইউসুফ ভূঁইয়া, জালালাবাদ গ্যাসের এমডি মো. আতিকুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রফেসর ড. মো. শাহজাহান মজুমদার, প্রফেসর ড. মো. মাহবুব ইকবাল, ড. মোহাম্মদ আবু জাফর বেপারী, প্রফেসর ড. এম.এম মাহবুব আলম, প্রফেসর ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভূঁইয়া, প্রফেসর ড. জসিম উদ্দিন আহমদ, প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম সোহাগ, প্রফেসর ড. মাসুদ আলম, ড. এনামুল হক সরদার।
সভায় বক্তারা বলেন, সমাজসেবা ও উচ্চ শিক্ষা বিস্তারে বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এমনকি সিলেটে এ সংগঠনটি নিজেদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সেতুবন্ধন রচনায় অনন্য নজির স্থাপন করছে। এজন্য সংগঠনের দায়িত্বশীলরা প্রশংসার দাবিদার।
পরে সমিতির সদস্যদের পরিবারের কৃতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও স্মারক তুলে দেওয়া হয়।