কলাবাড়ি কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৪, ৬:০৪:১৫ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন।
ম্যানেজিং কমিটির সভাপতি আরাফাত আলীর সভাপতিত্বে ও সাংবাদিক আকবর রেদওয়ান মনার পরিচালনায় স্বাগত বক্তব্য দেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার), কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ পুরকায়স্থ।
উপস্থিত ছিলেন উত্তর রাজনগর ও মেঘারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফুল ইসলাম স্বপন, মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ, মকবুল আলী, মোস্তফা আহমদ কাচা, শাহাব উদ্দিন, দেলোয়ার হোসেন, ফারুক আহমদ, সাংবাদিক আলী হোসেন, আব্দুল জলিল, ফখর উদ্দিন, এমরান আলী, মিজানুর রহমান চমক প্রমুখ।