নগরীতে তিনদিন ব্যাপী ট্রাফিক সচেতনতা শুরু আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৪, ৪:৩৯:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মহানগরীর যানজট নিরসনে আজ মঙ্গলবার থেকে তিনদিন ব্যাপী ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম শুরু হচ্ছে। এ কার্যক্রম চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সিলেট মেট্রোপলিটন পুলিশের(এসএমপি) ট্রাফিক বিভাগ পরিচালিত এ কার্যক্রমের শ্লোগান হচ্ছে-‘ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো।’
ট্রাফিক বিভাগ জানিয়ে, আজ সকাল সাড়ে ১০টায় নগরীর চৌহাট্টা পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করবেন এসএমপি কমিশনার মো: জাকির হোসেন খান। পাশাপাশি নগরীর আম্বরখানা ও হুমায়ুন রশীদ চত্বরেও পরিচালিত হবে এ কার্যক্রম।
ট্রাফিক বিভাগের কর্মসূচির মধ্যে রয়েছে, নগরবাসী-পরিবহন শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক পথসভা, লিফলেট বিতরণ, সচেতনতামূলক স্টিকার বিতরণ, মোটরসাইকেলের হেলমেট ব্যবহার, অনটেস্ট সিএনজি, অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান, বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক ফেস্টুন স্থাপন।
এসএমপি ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর নিহার রঞ্জন সিংহ জানান, সচেতনতা দিবসের অংশ হিসেবে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে সাজানো হয়েছে। তার নেতৃত্বে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর সাজানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সিলেট নগরীর আম্বরখানা, দরগাহ গেইট, স্টেডিয়াম সংলগ্ন সড়ক, উপশহর, সোবহানীঘাটসহ বিভিন্ন সড়কে উন্নয়ন কাজ চলছে। এতে সড়কের যান চলাচলের অংশ সংকীর্ণ হয়ে গেছে। ফলে সকাল থেকে বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক গাড়ি দীর্ঘ লাইনে আটকা পড়ছে। যানজটে আটকা পড়ে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দীর্ঘসময় যানজটে আটকা পড়ে অতিষ্ঠ যাত্রীরা জানান, যেদিক থেকেই যাওয়া যায়, সেদিকেই তাদের যানজটে পড়তে হচ্ছে। কোন পয়েন্টের যানজট পাশ কাটিয়ে গেলেও অন্যস্থানে যানজটে পড়তে হচ্ছে। এ অবস্থায় নগরীর যানজট নিরসনে এসএমপি’র ট্রাফিক বিভাগ ৩দিনের সচেতনতামূলক কার্যক্রম হাতে নেয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট চ্যাপ্টারের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী ট্রাফিক সচেতনতার নামে কেউ যেন বিড়ম্বনায় না পড়ে-সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ট্রাফিক দিবস শেষ হলেই নগরী আগের অবস্থায় চলে যায়। এ অবস্থা কারো কাম্য নয়। নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনি সবার প্রতি আহ্বান জানান।