রমজান উপলক্ষে জকিগঞ্জে আন-নাসার ফাউন্ডেশনের ফুডপ্যাক বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৪, ১০:৪৬:৪৭ অপরাহ্ন
পবিত্র রমজান উপলক্ষে দাতব্য সংস্থা আন-নাসার ফাউন্ডেশনের সহযোগিতায় সিলেটের জকিগঞ্জে রমজানের ফুডপ্যাক বিতরণ করেছে মিশন ওয়ান মিলিয়ন।
শুক্রবার (৮ মার্চ) উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রামে অর্ধশত দরিদ্র পরিবারের মধ্যে সেহরি ও ইফতারে ব্যবহার্য নিত্যপণ্য বিতরণ করে সংস্থাটি। প্রতিটি ফুডপ্যাকে ছিলো ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ কেজি আলু ও ১ কেজি লবণ।
এ সময় উপস্থিত ছিলেন মিশন ওয়ান মিলিয়নের প্রধান নির্বাহী ফায়যুর রাহমান, আন-নাসার ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি গৌছুল ইসলাম চৌধুরী, বারহাল এলাকার বিশিষ্ট মুরব্বি এম এ মালেক চৌধুরী, মিশন ওয়ান মিলিয়নের সদস্য সৈয়দ ইউসুফ আলী, জাহিদ আহমদ চৌধুরী ও রিফাত আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তারা আন নাসার ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা আলহাজ নজরুল হক চৌধুরী, নজমুল হক চৌধুরী ও সমন্বয়ক মাজিদুল ইসলাম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি