রোজার আগেই বাজার সিন্ডিকেট বেপরোয়া : মহানগর বিএনপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৪, ১১:৪০:৪১ অপরাহ্ন

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, ‘বর্তমান সরকার জনগণের উপর প্রতিশোধ নিতেই বিদ্যুৎ ও গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে। তারা সুশাসনের পরিবর্তে দেশে শোষণ চালিয়ে যাচ্ছে। রোজার আগেই সরকারের সিন্ডিকেট সদস্যরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। মন্ত্রীরা খেজুরের পরিবর্তে বরই খাওয়ার পরামর্শ দিচ্ছে।’
গতকাল শনিবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর বন্দরবাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণকালে অনুষ্ঠিত পথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না। তিনি বলেন, ‘গত ১৪ বছরে বিদ্যুতের দাম বেড়েছে ১৩০ শতাংশ। দাম বাড়ানো হয়েছে ১৩ বার। নিত্যপণ্যের দরবৃদ্ধি অব্যাহত থাকলে রমজান মাসে ভয়াবহ দুর্ভোগের মধ্যে পড়বে সাধারণ মানুষ। তাই, এ সরকারের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, নজিবুর রহমান নজিব, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুর্শেদ আহমদ মুকুল, হুমায়ুন আহমদ মাসুক, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, বিএনপি নেতা আফজাল উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ স¤্রাট হোসেন, ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে নাদির খান, মনজুরুল হাসান মঞ্জু, সেলিম আহমদ সেলু, রহিম মল্লিক, লুৎফুর রহমান মোহন, সবুর আহমদ, মিজানুর রহমান মিজান, আব্দুল মালিক সেকু, লোকমান আহমদ, রফিকুল ইসলাম রফিক, রহিম আলী রাসু, আব্দুল মান্নান, রুবেল বক্স, আলমগীর হুসেন, সুলেমান আহমদ সুমন, তাজ উদ্দিন মাসুম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য তুফাজ্জল হোসেন বেলাল, নজরুল ইসলাম, সুহেল মাহমুদ, এনামুল হক চৌধুরী শামীম, লিটন আহমদ, এমদাদুল হক স্বপন, কয়েস আহমদ, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, ওসমান গনি, সাজ্জাদুর রহমান দুদু, বিএনপি নেতা একেএম ফজলুল হক ফজলু, ফরহাদ আহমদ, সাইফুল ইসলাম, সালেক আহমদ, অজি মোহাম্মদ কায়সার, মোস্তাক আহমদ, আব্দুল আহাদ, খুর্শেদ আহমদ খুশু, শহিদুল ইসলম কাদির, হারুনুর রশিদ, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হোসাইন আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা নাজিম উদ্দিন, জেহিন আহমদ ও ছাত্রদল নেতা আবুল হোসেন প্রমুখ।
এছাড়া, লিফলেট বিতরণকালে মহানগর বিএনপি, ৪২টি ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি