ওসমানী হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে ওয়াহিদসহ ৩ নতুন মুখ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৪, ১:৫০:০২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে তিন নতুন মুখকে সম্পৃক্ত যুক্ত করা হয়েছে। বর্তমান কমিটির সবার সিদ্ধান্তে তাদের কো-অপ্ট করা হয়েছে।
নতুন এই তিন মুখ হচ্ছেন দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী মাহী উদ্দিন আহমদ সেলিম এবং ফিজা এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বাবুল।
শনিবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের
ব্যবস্থাপনা কমিটির ৯ম বৈঠকে কো-অপ্টের মাধ্যমে যুক্ত হওয়া এই তিন সদস্যকে সবার সাথে পরিচয় করিয়ে দেন কমিটির সভাপতি ও সিলেট-১ আসনের সংসদ সদস্য, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন।
কমিটিতে যুক্ত হওয়া নতুন মুখ ওয়াহিদুর রহমান ওয়াহিদ দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য। বিশিষ্ট এই ব্যবসায়ী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন।