রমজান উপলক্ষে ছাতকে আন-নাসার ফাউন্ডেশনের ফুডপ্যাক বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৪, ৩:৪৩:৫৭ অপরাহ্ন
সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় দরিদ্রদের মাঝে রমজানের ফুডপ্যাক বিতরণ করেছে চ্যারিটি সংস্থা আন-নাসার ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাংপার নোয়াকোট গ্রামে সীমান্তবর্তী ৫টি গ্রামের নির্বাচিত অর্ধশতাধিক দরিদ্র পরিবারের মধ্যে সেহরি ও ইফতারে ব্যবহার্য নিত্যপণ্য বিতরণ করে সংস্থাটি।
মিশন ওয়ান মিলিয়নের ভলান্টিয়ারদের সহযোগিতায় বিতরণকৃত প্রতিটি ফুডপ্যাকে ছিলো ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ কেজি আলু ও ১ কেজি লবণ।
এ সময় উপস্থিত ছিলেন আন-নাসার ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি ফায়যুর রাহমান, গাংপার নোয়াকোট গ্রামের বিশিষ্ট মুরব্বি ইসকন্দর আলী, আফতাব আলী, মাওলানা আবিদুর রহমান, মিশন ওয়ান মিলিয়নের ভলান্টিয়ার মিজানুর রহমান, মতিউর রহমান, হাফিজ মুজাহিদুর রহমান, হাফিজ জাবেদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্বীনদার প্রবাসীরা সকল দুর্যোগ ও দুর্দিনে দেশের অসহায় জনগোষ্ঠির পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির সৃষ্টি করেন। এই রমজানেও আন-নাসার ফাউন্ডেশনের মাধ্যমে প্রবাসীরা দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে এগিয়ে এসেছেন। পবিত্র রমজান মাসে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে প্রবাসীদের মতো দেশের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত। তারা আন নাসার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ নজরুল হক চৌধুরী, নজমুল হক চৌধুরী, সমন্বয়ক মাজিদুল ইসলাম চৌধুরী ও তানজিম ইবনে হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে সীমান্তবর্তী ৫টি গ্রামের দরিদ্র বিধবা, প্রতিবন্ধী, এতিম ও হতদরিদ্র পরিবারের মধ্যে সেহরি ইফতারের খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়।
উল্লেথ্য, এর আগে গত শুক্রবার (৮ মার্চ) জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রাম ও সিলেট সদর উপজেলার নালিয়া এলাকায় অর্ধশত দরিদ্র পরিবারে রমজানের ফুডপ্যাক বিতরণ করে আন-নাসার ফাউন্ডেশন। -বিজ্ঞপ্তি