টুকেরবাজারে ইফতারের আগে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৪, ১২:৩২:৫৯ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : সিলেটের টুকেরবাজার এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। এ ঘটনার আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা পৌণে ৬টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন টুকেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মাসুক মিয়া। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জান যায়, বৃহস্পতিবার ইফতারের আগে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান।
এ ঘটনায় আহত অন্যজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর জানান, এই ঘটনায় ঘাতক ট্রাক ও মেটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। তবে ট্রাক চালক পলাতক রয়েছে।