কমলগঞ্জের দলই চা বাগানে মৌসুমের প্রথম চা পাতা সংগ্রহ শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৪, ৩:৩০:৩৬ অপরাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : উৎপাদনের কাঙ্খিত লক্ষ্যমাত্রা নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের দলই চা বাগানে বছরের প্রথম চা পাতা চয়নের (সংগ্রহ) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শ্রমিকদের আনুষ্ঠানিকতা শেষে দলই চা বাগানের ২০ নম্বর সেকশনে পাতা চয়নের উদ্বোধন করেন দলই চা বাগানের ব্যবস্থাপক মো. আসগর আলী।
এদিন সকালে চা বাগান সেকশনে বাগান কর্তৃপক্ষ, চা শ্রমিক ও পঞ্চায়েত নেতৃবৃন্দের উপস্থিতিতে শ্রমিকরা পূজার্চনা, গীতাপাঠ, কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিলসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। আনুষ্ঠানিকতা শেষে চা শ্রমিকদের নিয়ে নতুন পাতা চয়ন করা হয়। এরপর নাচে-গানে আনন্দ উৎসবে মেতে উঠেন শ্রমিকরা।
এ সময় উপস্থিত ছিলেন- দলই চা বাগানের সিনিয়র সহকারি ব্যবস্থাপক বদরুল হুদা চৌধুরী, সহকারি ব্যবস্থাপক সাদনান চৌধুরী, হেড টিলাক্লার্ক অমল কান্তি বিশ্বাস, টিলা ক্লার্ক সুনীল তাঁতী, চা শ্রমিক সরদার লছমি ভর, সাদিকুর রহমান সামু, রুহুল ইসলাম হৃদয় প্রমুখ।
পাতা চয়নের আগে শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য শিবনারায়ণ শীল, বাগান পঞ্চায়ত নেতা রাবিন্দ্র বাউরি, নারী চা শ্রমিক খুদেজা বেগম, আচামা মাদরাজি প্রমুখ।
চা শ্রমিক সারথী সাঁওতাল, আশা বাউরী, বাসন্তী পাশী জানান, সকালে পূজা ও প্রার্থনার মাধ্যমে চা পাতা চয়ন শুরু হয়। চা চয়নের পূর্বে নারী চা শ্রমিকরা একটি চা গাছকে উপলক্ষ্য করে ফুল ও পূজা উপচার দিয়ে পূজা করেন। এটাকে তারা বন দেবীর পূজা বলেন। এ পূজা করা হয় চা বাগানের সেকশনের বিভিন্ন সমস্যা থেকে রক্ষা পেতে। নেচে গেয়ে আনন্দঘন পরিবেশে তারা চা চয়নে লেগে পড়েন।
দলই চা বাগানের ব্যবস্থাপক মো. আসগর আলী জানান, আনন্দ উৎসবের মাধ্যমে আমরা মৌসুমের প্রথম চা পাতা উত্তোলনের চেষ্টা করি। আনন্দ উৎসবের মধ্যেও আমাদের মন তেমন ভাল নেই। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দেশে চায়ের মূল্য নেই। আমরা অনেক চেষ্টা করেও আমাদের কাঙ্খিত মূল্য পাচ্ছি না। বাজারে চায়ের মূল্য ঠিক থাকলেও চা অকশনে আমরা কাঙ্খিত মূল্য পাই না। বক্তারা বলেন, চা বাগানগুলো ও শ্রমিকদের টিকিয়ে রাখতে সংশ্লিষ্টদের সুদৃষ্টি প্রয়োজন।