দক্ষিণ সুরমায় ছেলের হাতে বাবা খুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৪, ৪:৫৩:১৩ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমায় পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তপন মিয়া (৬৫) নামের এই হতভাগ্য পিতা মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের রুস্তমপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা ঘাতক ছেলে আনছার মিয়া (৩৫) কে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে পিতা তপন মিয়াকে বালিশ চাপা দেয় ছেলে আনছার মিয়া (৩৫)। এতে তিনি দম বন্ধ হয়ে মারা যান। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আনছার মিয়াকে আটক করে পুলিশে খবর দেন। সাথে সাথে পুলিশ এসে তাকে আটক করে।
মোগলাবাজার থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল করে লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া ঘাতক ছেলেকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি বলেও জানান তিনি।