বিশ্ব যক্ষ্মা দিবস পালিত
‘যক্ষ্মা নির্মূলে সচেতন হয়ে একযোগে কাজ করতে হবে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৪, ৩:২৫:২৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : ‘হ্যাঁ, আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় সিলেটেও বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা যক্ষ্মা নির্মূলে সকলকে সচেতন হয়ে একযোগে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সিলেট সিভিল সার্জন অফিস : বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সিলেট সিভিল সার্জন অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি পরবর্তী সিলেট সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী সভাপতির বক্তব্যে যক্ষ্মা নির্মূল ও এর চিকিৎসার বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং যক্ষ্মা নির্ণয়ে সিলেট জেলার অগ্রগতির ব্যাপারে গুরুত্বারোপ করেন।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর মেডিকেল অফিসার ডা. আবির হোসেন বলেন, শিশু যক্ষ্মা রোগী সনাক্তকরণে সিলেট জাতীয়ভাবে সবচেয়ে এগিয়ে রয়েছে। জেলার প্রায় সবক’টি উপজেলায় জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে যক্ষ্মা রোগী সনাক্ত করা হচ্ছে।
আইসিডিডিআর’বি এর প্রোগ্রাম অফিসার মো. খালিলুর রহমান খান বলেন, সিলেট সিভিল সার্জন কার্যালয়ের তদারকিতে পোর্টেবল এক্স-রে মেশিনের মাধ্যমে হাওড় ও চা-বাগান এলাকাসহ সকল উপজেলার হার্ড টু রিচ এলাকাগুলোতে গিয়ে আরটিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় যক্ষ্মা রোগী সনাক্ত করা হচ্ছে।
মেডিকেল অফিসার (ডিআরএস) ডা. স্নিগ্ধা তালুকদার এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মাইমুন নাহার নাসরিন, সিলেট টিবি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. এহসানুল ইসলাম, সিলেট টিবি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তামান্না বেগম, প্রোগ্রাম অর্গানাইজার আব্দুল আউয়াল প্রমুখ।
সভায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার, হীড বাংলাদেশ, নাটাব, এসএটিবি এর প্রতিনিধিবৃন্দ আলোচনায় অংশ নিয়ে তাদের ভূমিকা তুলে ধরেন।
সভা শেষে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর অধীনে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জিন এক্সপার্ট কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান ও সিলেট জেলার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সিলেট এর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ও সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. নূরে আলম শামীম, সিলেট এনটিপির ডিভিশনাল টিবি এক্সপার্ট ডা. শাহিদ আনোয়ার রুমি, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান, হীড বাংলাদেশ এর প্রকল্প পরিচালক যাকোব দাস প্রমুখ।
বিশ্বম্ভরপুর : বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা জানান, বিশ্বম্ভরপুরে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে র্যালী শেষে উপজেলা স্বাস্থ্য বিভাগের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ হেল মারুফ ফারুকী এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. সুমন চন্দ্র বর্মণ, ডা. বাদল সূত্রধর প্রমুখ।
ওসমানীনগর : ইউএসডি এর সহায়তায় সোস্যাল মার্কেটিং কোম্পানির ব্যবস্থাপনায় ও সীমান্তিক নতুন দিনের উদ্যোগে বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় ওসমানীনগর উপজেলায় নতুন দিন কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা টিম লিডার আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলার আরএমও ডা. আইরিন আক্তার।
উপজেলা সুপারভাইজার আবুল কালামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ¯্রাকের ম্যানেজার ফজলু মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিযুষ কান্তি দেবনাথ, জোৎ¯œা রানী দেবি, প্যারামেডিক শিপন রানী দাস, স্বপ্না বেগম, মিনা বেগম চৌধুরী, রেবা রানী দাস প্রমুখ।