মহান স্বাধীনতা দিবস উদযাপন ‘জমজম বাংলাদেশ’র
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৪, ৩:৪২:১৬ অপরাহ্ন
জমজম বাংলাদেশ এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। ২৬ মার্চ ভোরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে জমজম বাংলাদেশ এর আওতাধীন জমজম প্যারাডাইজ গার্ডেন আবাসিক শিশুদের নিয়ে চিত্রাঙ্কন/গজল/কেরাত ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দিনের দ্বিতীয়ার্ধে সংস্থার নির্বাহী পরিচালক মাহবুব ছোবহানী চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং স্কলার্সহোম মেজরটিলা কলেজ, সিলেট এর বর্তমান প্রিন্সিপাল মোঃ ফয়জুল হক। এতে জমজম প্যারাডাইজ গার্ডেন আবাসিক শিশুরাসহ জমজম বাংলাদেশ এর সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
প্রধান আলোচক বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ ফয়জুল হক ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর বর্বর আক্রমণে নিহত নিরীহ নিরস্ত্র সকল শহীদদের আত্মার শান্তি কামনা করেন এবং মহান স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ আন্দোলনসহ সাহসিকতা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি মহান স্বাধীনতা দিবস উদযাপনে জমজম প্যারাডাইজ গার্ডেন আবাসিক শিশুদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন ও উপস্থিত সকলকে দেশপ্রেমে উজ্জিবিত হয়ে দেশ ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখার আহবান জানান।
সভার শেষ পর্যায়ে জমজম প্যারাডাইজ গার্ডেন আবাসিক শিশুদের নিয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনের শেষ পর্যায়ে মহান স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা সংগ্রামের শহীদদের আত্মার শান্তি কামনা কওে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।-বিজ্ঞপ্তি