অধ্যাপক তাহের চবি উপাচার্য হওয়ায় দানবীর রাগীব আলীর অভিনন্দন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৪, ৪:০৭:৩৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৯ তম উপাচার্য হিসেবে নিযুক্ত হওয়ায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব টাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী।
গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে সাময়িক সময়ের জন্য অধ্যাপক আবু তাহেরকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০২০ সালের ৩ সেপ্টেম্বর ইউজিসিতে ডেপুটেশনে যোগদানের পূর্বে অধ্যাপক ড. মো. আবু তাহের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি লিয়েনে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশনে ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন।
এক বিবৃতিতে দানবীর ড. রাগীব আলী বলেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. আবু তাহের লিডিং ইউনিভার্সিটির একজন শুভাকাঙ্খী ছিলেন। তাঁর নিয়োগের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একজন যোগ্য উপাচার্য পেলো। তাঁর হাত দিয়ে নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা ও সামগ্রিক দিক দিয়ে উন্নতির ধারা অব্যাহত রাখবে। তিনি নতুন এই উপাযার্যের সুসাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।