আজমিরীগঞ্জে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় শ্যালিকাকে কুপালেন ভগ্নিপতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৪, ৪:৪৪:৩৬ অপরাহ্ন
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : আজমিরীগঞ্জে বিয়ের প্রস্তাবে সম্মত না হওয়ায় ভগ্নিপতির দায়ের কুপে শ্যালিকা গুরুতর আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশার মীর আলীবাগে এ ঘটনা ঘটে। আহত সীমা আক্তার (২২) কে হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার ভগ্নিপতি আমিনুল ইসলামকে (৩৫) পুলিশ আটক করেছে। আহত সীমা আক্তার জলসুখার মাধবপাশা মহল্লার মীর আলীবাগের আব্দুল সালেকের মেয়ে ও আটক আমিনুল ইসলাম একই গ্রামের রহমত মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে আমিনুলের সাথে সীমার বড় বোনের বিয়ে হয়। তাদের চার সন্তান রয়েছে। কিছুদিন যাবৎ আমিনুল সীমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিচ্ছিলেন, তবে সীমা এতে সম্মত হননি।
এর জেরে বৃহস্পতিবার আমিনুল তার শ্বশুরবাড়ি গিয়ে সীমাকে তার বসতঘরে কুপিয়ে জখম করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়েছে। এ সময় সীমার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা আমিনুলকে আটক করে পুলিশে খবর দেয়। পরে আজমিরীগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে।
এদিকে, আহত সীমাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে হবিগঞ্জে প্রেরণ করেন।
জলসুখা ইউপি সদস্য আব্দুল মুকিত জানান, আমিনুল ইসলাম তার শ্যালিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তা প্রত্যাখ্যান করায় তিনি সীমাকে কুপিয়েছেন।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।