মার্চে ৪২ জনের মৃত্যু
সিলেট অঞ্চলে সড়কে প্রাণহানি বাড়ছেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৪, ১০:৪১:০৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ॥ সিলেটে সড়কে প্রাণহানি বাড়ছেই। সিলেট অঞ্চলের গত তিন মাসের হিসাব পর্যালোচনায় দেখা গেছে, এ অঞ্চলে দুর্ঘটনার হার ঊর্ধ্বমুখী। গত তিন মাসের মধ্যে মার্চ মাসে সিলেট বিভাগে ৩৬টি দুর্ঘটনায় ৪২ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ৯৮ জন। বর্তমানে ঈদযাত্রায় মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এ অবস্থায় চালক-যাত্রীদের সতর্ক থাকতে বলেছে হাইওয়ে পুলিশ।
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিবেদন অনুযায়ী, মার্চ মাসে সিলেট জেলায় সবচেয়ে বেশি ১৫টি দুর্ঘটনায় ২০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেট-তামাবিল সড়কে ৪টি দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানি হয়।
একই সময়ে সুনামগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৭ জন আহত হন। মৌলভীবাজার জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৩৩ জন আহত হন।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, মার্চ মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে রয়েছেন ১৩ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৮ জন সিএনজি-লেগুনা চালক ও যাত্রী এবং ৬ জন পথচারী। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৫টি দুর্ঘটনায় ৬ জন ও মুখোমুখি সংঘর্ষে ৯টি দুর্ঘটনায় ১৭ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় ৫টি দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। মার্চে নিহতদের মধ্যে ২৮ জন পুরুষ, ৯ জন মহিলা ও ৫ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
নিসচা’র তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে ২৫টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৬৬ জন আহত এবং জানুয়ারিতে ২৮টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২৯ জন আহত হন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু জানান, ৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, ২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য অনুযায়ী তারা এ প্রতিবেদন তৈরি করেছেন।