মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে চাকুরী পেল ৪৮ তরুণ-তরুণী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৪, ৬:১৪:২৬ অপরাহ্ন
মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজারে সরকারি ফি ১২০ টাকা খরচ করে ৪৮ জন তরুণ-তরুণী চাকুরী পেয়েছেন। নির্বাচিতদের মধ্যে ৪১ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রাথমিকভাবে নির্বাচিত ৪৮ জনের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি এবং মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)। নির্বাচিতদের মধ্যে পুলিশ পোষ্য কোটায় ১ , মুক্তিযোদ্ধা কোটায় ৪, উপজাতি কোটায় ২, নারী সাধারণ কোটা ৫ জন এবং পুরুষ সাধারণ কোটায় ৩৬ জন।
পুলিশ সুপার মোঃ মনজুর রহমান ফলাফল ঘোষণা করতে গিয়ে বলেন, “আমরা শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। শুধু সরকারি একটি নির্দিষ্ট ফি ছাড়া আর কোন টাকা পয়সা কাউকে কোথাও খরচ করতে হয়নি।”