সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিনজনের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৪, ১:৪৫:০৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেপটিকে ট্যাংক পরিষ্কার করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।