ছাতকে সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় শিল্পী পাগল হাসানসহ নিহত ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৪, ২:৩৪:২০ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী মো. মতিউর রহমান হাসান (পাগল হাসান-৩৭)। তিনি ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত দিলশাদ মিয়ার পুত্র। তার সাথে সিএনজি চালিত অটোরিক্সায় থাকা অন্য যাত্রী আব্দুস সাত্তারও মারা গেছেন। তিনি শিমুলতলা- মুক্তিরগাঁও গ্রামের আহাদ আলীর পুত্র।
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একই গ্রামের লায়েছ মিয়া, রুপন মিয়া ও জাহাঙ্গীর আলমকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা ব্রিজ সংলগ্ন টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দোয়ারাবাজার এলাকায় একটি অনুষ্ঠানে রাতব্যাপী সংগীত পরিবেশন শেষে শিল্পী পাগল হাসানসহ অন্য যাত্রীরা একটি সিএনজি চালিত অটোরিক্সা যোগে ছাতক আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস (নং মৌলভীবাজার জ- ১১-০০৪০) এর সাথে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন শিমুলতলা মুক্তিরগাঁও’র মো. মতিউর রহমান হাসান (পাগল হাসান) ও আব্দুস সাত্তার।
ছাতক ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে নিহত দুইজনের লাশ উদ্ধার করে। পরে লাশ থানায় নেয়া হয়। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করে থানায় নিয়ে যায়। সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কণ্ঠশিল্পী মো. মতিউর রহমান হাসান (পাগল হাসান) ‘জীবন খাতা’ আসমানে যাইয়ো না রে বন্ধু, আমি এক পাপিষ্ঠ বান্দা’ রেলগাড়ির ইঞ্জিনসহ অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা ও সুরকার। তিনি ছাতক উপজেলা শিল্পকলা একাডেমির অন্যতম সদস্য ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, পৃথক শোক বার্তায় মুহিবুর রহমান মানিক এমপি, সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জনপ্রিয় শিল্পী, গীতিকার ও সুরকার পাগল হাসানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক, রুহের মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তারা বলেন, পাগল হাসানের আকস্মিক মৃত্যুতে সাংস্কৃতিক জগতের এক উজ্জ্বল নক্ষত্রের পতন হলো। তরুণ প্রজন্মের এই গুণী মানুষটি বেঁচে থাকলে সাংস্কৃতিক জগৎ আরো সমৃদ্ধ হতো বলে বিবৃতিতে উল্লেখ করেন তারা।
নবীগঞ্জে বাসচাপায় পিকআপ ভ্যানের চালক-হেলপার নিহত
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলায় বাসচাপায় পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাত ৯টায় উপজেলার মডেল বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার মালাংপুর গ্রামের কনা মিয়ার ছেলে হাসান মিয়া (২৩) ও মৃত ওয়ারিশ মিয়ার ছেলে সাদিক মিয়া (৩৫)।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি পিকআপ ভ্যান বিআরটিসি বাসকে পেছন থেকে ধাক্কা দিলে বিকল হয়ে যায়। পরে চালক ও হেলপার মহাসড়কের পাশে পিকআপ ভ্যানটি দাঁড় করিয়ে ত্রুটি সারাচ্ছিলেন। এ সময় সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি বাস তাদের দু’জনকে চাপা দেয়।
এতে একজন ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় আরেকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।