সিলেট প্রেসক্লাবের সাধারণ সভা
সম্মিলিত প্রচেষ্টায় সিলেট প্রেসক্লাবকে আরও এগিয়ে নেয়ার আহবান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৪, ২:৫৬:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের শতবর্ষের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের ২০২২-২৩ সালের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। ক্লাবের অতীত ঐতিহ্যকে ধারণ করে সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলায় ক্লাব সদস্যদের আরও পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা সকলের সম্মিলিত প্রচেষ্টায় এতিহ্যবাহী সংগঠন সিলেট প্রেসক্লাবকে আরও এগিয়ে নেয়ার আহবান জানান।
গতকাল বৃহস্পতিবার ক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী। সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ক্লাবের নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক, গীতা পাঠ করেন ক্লাব সদস্য সুনীল সিংহ। পরে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন আব্দুর রশিদ মো. রেনু ও ক্লাবের আয়-ব্যয়ের প্রতিবেদন ও অডিট রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী।
এসব প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নেন ক্লাবের সাবেক সভাপতি আহমেদ নূর, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, ক্লাব সদস্য আব্দুল মালিক জাকা, সাবেক সহসভাপতি এনামুল হক জুবের ও আ ফ ম সাঈদ, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ ও কবীর আহমদ সোহেল, ক্লাব সদস্য কামাল উদ্দিন আহমেদ, মো. মুহিবুর রহমান, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মো. ফয়ছল আলম, সোয়েব বাসিত, এম এ মতিন, ফারুক আহমদ, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, শেখ আশরাফুল আলম নাসির, খালেদ আহমদ, দিগেন সিংহ, মো. মারুফ হাসান ও শাকিলা ববি ।
কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সহসভাপতি এম এ হান্নান ও আবদুল কাদের তাপাদার, সহ সাধারণ সম্পাদক আহমাদ সেলিম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, কার্যনির্বাহী সদস্য আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, এম আহমদ আলী।
সভাপতির বক্তব্যে ইকবাল সিদ্দিকী বলেন, পেশাগত দক্ষতা উন্নয়নে প্রেসক্লাবের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। প্রেসক্লাবের মর্যাদা রক্ষায় সকল সদস্যকে আন্তরিক হতে হবে। আগামী দিনে ক্লাব পরিচালনায় তিনি নবনির্বাচিত কমিটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সাধারণ সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সদস্য আবদুল হামিদ মানিক, মুহম্মদ ফয়জুর রহমান, আব্দুস সবুর মাখন, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর, আতাউর রহমান আতা, মুহাম্মদ আমজাদ হোসাইন, হুমায়ূন রশিদ চৌধুরী ও বাপ্পা ঘোষ চৌধুরী, সিনিয়র সদস্য জিয়াউস-শামস-শাহীন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সদস্য ওবায়দুল হক চৌধুরী, আনাস হাবিব কলিন্স, আনিস রহমান, জাবেদ আহমদ, মঞ্জুর আহমদ, ফয়সাল আমীন, আহবাব মোস্তফা খান, ইয়াহইয়া ফজল, মো. দুলাল হোসেন, নাজমুল কবীর পাভেল, নূর আহমদ, আহমদ মারুফ, ইউনুছ চৌধুরী, শাহ মো. কয়েছ আহমদ, মাহবুবুর রহমান রিপন, আবু সাঈদ মো. নোমান, বদরুর রহমান বাবর, গোলজার আহমেদ, শুয়াইবুল ইসলাম, নৌসাদ আহমেদ চৌধুরী, মুনশী ইকবাল, সিন্টু রঞ্জন চন্দ, প্রত্যুষ তালুকদার, এনামুল হক রেনু, মোহাম্মদ নাহিদ রহমান, শেখ আব্দুল মজিদ, শ্যামানন্দ দাশ, হোসাইন আহমদ সুজাদ, শুভ্র দাস, ফয়ছল আহমদ, এটিএম তুরাব, লুৎফুর রহমান তোফায়েল, এম রহমান ফারুক, রেজাউল হক, আবুল কালাম কাওছার, আব্দুল আউয়াল চৌধুরী শিপার, শফিক আহমদ শফি, খাদিজা বুশরা নূর, অনিল কুমার পাল, মামুন পারভেজ, মো. করিম মিয়া প্রমুখ।